চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে গুলিতে বাংলাদেশি কিশোরের নিহত হওয়ার ঘটনাটি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ। এজন্য বাহিনীর অভ্যন্তরীণ একটি আদালত গঠন এবং তদন্তের প্রাথমিক পদক্ষেপ হিসেবে সাত বিএসএফ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে ঢাকায় ভারতীয় দূতাবাস থেকে রবিবার জানানো হয়েছে।
শনিবার সকালে জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাগানে আম পাড়তে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষীদের ছোড়া গুলিতে শিহাব হোসেন (১৫) নিহত হন বলে বিজিবি জানিয়েছে।
নিহত শিহাব উপজেলার গোয়ালপাড়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়তেন।
ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ''বিএসএফ জানিয়েছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশির মৃত্যু ঘটেছে, তা তদন্তের জন্য একটি আদালত গঠন করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার সম্ভাবনা রয়েছে, এমন সাতজন জওয়ানকে তদন্তের স্বার্থে সাময়িক বরখাস্ত করা হয়েছে।''
সীমান্তে নিহতের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে নয়া দিল্লির অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ