আফ্রিকার দেশ মালিতে ঘূর্ণিঝড়ে জাতিসংঘের শান্তি মিশনে দায়িত্বরত বাংলাদেশের দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
রবিবার স্থানীয় সময় বিকালে মালির রাজধানী বামাকোতে তারা ঝড়ের কবলে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কনস্টবল মো. ছামিদুল ইসলাম ও মোতাহার হোসেন। এদের মধ্যে মোতাহারের বাড়ি মুন্সিগঞ্জ সদরে এবং ছামিদুলের বাড়ি ময়মনসিংহে। তারা চলতি মাসের শুরুতে জাতিসংঘ মিশনে মালিতে যান।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক হতাহতের এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান জানান, রবিবার বিকালে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশ পুলিশের সাত সদস্য আহত হন। এসময় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর রাতে কনস্টবল ছামিদুল ও মোতাহার মারা যান।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৬/মাহবুব