খুলনা বিভাগের ১০ জেলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩ জেলার ৪৮ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক-শ্রমিকরা। মালিক-শ্রমিকদের তিন দফা দাবি বিবেচনায় এনে প্রশাসনের অনুরোধে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
আজ বিকালে খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে বিভাগীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মালিক-শ্রমিক নেতাদের বৈঠক শেষে এ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপর খুলনা থেকে বিভিন্ন রুটে ৩৬ ঘণ্টা বন্ধ থাকা যান চলাচল শুরু হয়।
বৈঠকে বাস মালিক-শ্রমিকদের তিন দফা দাবির বিষয়ে আলোচনায় বলা হয়, আদালতে বিচারাধীন বিষয় আইনগত ভাবেই মোকাবেলা করবেন মালিক-শ্রমিকরা। এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের ক্ষতিপূরণের বিষয়ে বীমা আইন সংশোধনের বিষয়ে সরকারকে অবহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে পবিত্র রমজানকে সামনে রেখে আর পরিবহন ধর্মঘট না ডাকার বিষয়েও মালিক-শ্রমিকদের অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ ৫ জনের মৃত্যুতে বাসচালক ও মালিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে খুলনাসহ গোপলগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ি মোট ১৩টি জেলায় রোববার (১৫ মে) সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়। এ ধর্মঘটে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
বিডি প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ হিমেল-২০