রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার শিবির নেতা হাফিজুর রহমান মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী কারাগারের জেল সুপার শফিকুল ইসলাম।
হাফিজুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং নগরীর ১৯ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে কারাগারে পাঠায় নগর গোয়েন্দা পুলিশ।
রাজশাহী কারাগারের জেল সুপার শফিকুল ইসলাম জানান, হাফিজুর রহমানের শরীরে রক্তকণিকা তৈরি হতো না। ৬ মাস পর পর তার শরীরের রক্তের প্রয়োজন হতো। বুধবার গভীর রাতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/১৯ মে ২০১৬/শরীফ