একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি লক্ষ্মীপুরের ইউসুফ আলী (৭০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত ইউসুফ আলী লক্ষীপুরের রামগতি উপজেলার চাপরাগাছা গ্রামের বাসিন্দা ছিলেন।
চলতি বছরের গত ২০ এপ্রিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক মানবতাবিরোধী মামলার আসামি ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার লাশ মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব