জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আগামী ২ জুন হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। কিন্তু মামলার বাদীকে পুনরায় জেরা করতে না দেওয়ায় খালেদার আইনজীবীরা হাইকোর্টে দুটি আবেদন করেন। আবেদন দুটি খারিজ হওয়ার পর তারা পুনরায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। আবেদন দুটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় থাকায় আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। এমনকি বেগম খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির হতে না পারায় অপর একটি আবেদনও করেন তিনি। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালে ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অন্য আসামিরা হলেন— খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তৎকালীন সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব