ডেনমার্কের কোপেনহেগেনে উদ্ভাবনী কর্মকাণ্ডের জন্য গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস 'উইমেন ডেলিভার অ্যাওয়ার্ড' গ্রহণ করেছেন। নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দিয়েছে নিউইয়র্ক ভিত্তিক বৈশ্বিক সংগঠন উইমেন ডেলিভার। চতুর্থ উইমেন ডেলিভার কনফারেন্সের একটি সেশনে ড. ইউনূসের হাতে ক্রেস্ট তুলে দেন অলাভজনক প্রতিষ্ঠান উইওমেনকেয়ার গ্লোবালের প্রধান নির্বাহী সান্দ্রা পিলেতেয়ার।
'দ্য উইমেন ডেলিভার অ্যাওয়ার্ড ফর ইনোভেশন' নামে এ পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় ইউনূস বলেন, ‘এ পুরস্কার পেয়ে আমি ভীষণ সম্মানিত’। তিনি এই পুরস্কার সেসব লক্ষ লক্ষ নারীকে উৎসর্গ করছেন যাদের সাথে তিনি গ্রামীণ ব্যাংকে কাজ করেছেন এবং যারা নিজেদের সাহস ও কঠোর পরিশ্রমের দ্বারা নিজেদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন।
উইমেন ডেলিভার ৪র্থ বিশ্ব সম্মেলন ১৬-১৯ মে ২০১৬ কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়। এই সম্মেলন মেয়ে ও নারীদের স্বাস্থ্য ও অধিকার বিষয়ক বিশ্বের বৃহত্তম সমাবেশ। ২০০৭ সালে প্রথমবার আয়োজিত এই সম্মেলন প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্দেশ্য নারী ও মেয়েদের উপর বিনিয়োগের গুরুত্বকে আরো দৃশ্যমান করা, এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, নারী ও মেয়েদের উপর বিনিয়োগের শক্তি বৃদ্ধি করা এবং এই বিনিয়োগ উন্নয়নের চালিকা শক্তি হিসেবে কিভাবে নারী ও মেয়েদের সক্ষমতা বৃদ্ধি করে তা তুলে ধরা। কোপেনহেগেনে অনুষ্ঠিত এই সম্মেলনে ৫ হাজারের বেশি নেতৃবৃন্দ যোগ দেন যাদের অধিকাংশই নারী।
বিডি-প্রতিদিন/ ১৯ মে, ২০১৬/ আফরোজ