কুষ্টিয়ার কবুরহাট এলাকায় বোমার বিস্ফোরণে নায়েম ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বিস্ফোরণে হাফিজুর রহমান (১৮) নামের আরেক যুবক আহত হয়েছেন।
জানা গেছে, নাইম ও হাফিজ বোমা বহন করে কবুরহাট বাজারে পৌঁছায়। হঠাৎ বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। নিহত নাইমের বাড়ি কবুরহাট সর্দারপাড়ায়। আহত হাফিজ একই গ্রামের আবদুল খালেকের ছেলে। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।