দেশে সংঘটিত বেশ কয়েকজন ব্লগার হত্যা মামলায় সংশ্লিষ্ট জঙ্গিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য বিমানবন্দর ও সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা জানিয়েছেন। মূলত এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আনসারুল্লাহ বাংলা টিমের ছয় জঙ্গিকে গ্রেফতারের উদ্দেশ্যেই এ সতর্কতা জারি করা হয়েছে বলে আজ শুক্রবার সকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বিডি-প্রতিদিন/২০ মে ২০১৬/শরীফ