ঘূর্ণিঝড় রোয়ানু'র প্রভাবে সৃষ্ট ঝড় ও ভারী বৃষ্টিতে তিন জেলায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোয়ানুর প্রভাবে ঝড়ে ভোলার তজুমদ্দিন উপজেলায় ও পটুয়াখালী দশমিনায় তিনজনের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত হয়েছে কয়েকশ ঘরবাড়ি। আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া চট্টগ্রামের সীতকুণ্ডের সলিমপুরে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিতে পাহাড়ধসে দু'জনের মৃত্যু হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ আরো শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল থেকে দুপুরের মধ্যে কোনো এক সময় বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে এটি।
ভোলায় ভোর রাতে ঝড়ে ঘর চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশিগঞ্জ গ্রামের নয়নের স্ত্রী রেখা বেগম (৩৫) ও একই এলাকার মো. মফিজের ছেলে আকরাম (১২)। তজুমদ্দিনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক।
শনিবার সকালে ঝড়ে ঘর ভেঙে পড়ে পটুয়াখালী দশমিনা উপজেলার সদর ইউনিয়নে নয়া বিবি (৫২) নামে এক নারী নিহত হয়েছেন।
অপরদিকে চট্টগ্রামের সীতকুণ্ডের সলিমপুরে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিতে পাহাড়ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ