ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ উপকূল অতিক্রমের পর স্বাভাবিক হতে শুরু করেছে দেশের নৌযান চলাচল। শনিবার সন্ধ্যা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বড় ধরনের লঞ্চ চলবে বলেও জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়েছে, পরিস্থিতির উন্নতি হওয়ায় সড়ক ও জনপথ অধিদফতরের ফেরিগুলো শনিবার সন্ধ্যা থেকে চলাচল করবে।
বিআইডব্লিউটিএ’র সূত্রে জানা গেছে, ৬৫ ফুটের বেশি দৈর্ঘ্যের লঞ্চ চলাচল করতে পারবে। কারণ সতর্ক সংকেত পুরোপুরি প্রত্যাহার করা হয়নি।
এদিকে শনিবার দুপুরে বরিশাল-চট্টগ্রাম উপকূলে আঘাত হেনে বিকেলের মধ্যে উপকূল অতিক্রম করেছে ‘রোয়ানু’। এজন্য সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ৭ ও ৬ নম্বর বিপদসংকেত নামিয়ে কোনো কোনো এলাকায় ১-৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
বিডি প্রতিদিন/ ২২ মে, ২০১৬/ হিমেল- ০৫