নেত্রকোণার পূর্বধলা উপজেলার আব্দুর রহমানসহ ছয় আসামির বিরুদ্ধে একাত্তরে গণহত্যা ও ধর্ষণসহ সাতটি অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। পাশাপাশি এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১২ জুন দিন ধার্য করেছেন আদালত।
রবিবার বিচারপতি আনোয়রুল হকের নেতৃত্বাধীন এ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
এদিন, প্রসিকিউশনের পক্ষে আদালতে শুনানিতে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নী।
আসামিরা হলেন- শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা (৬৬), মো. আব্দুল খালেক তালুকদার (৬৭), মো. কবির খান (৭০), আব্দুর রহমান (৭০), আব্দুস সালাম বেগ (৬৮) ও নূরউদ্দিন ওরফে রদ্দিন (৭০)। এদের মধ্যে আব্দুর রহমানকে গত বছরের ১২ অগাস্ট গ্রেফতার করা হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৬/মাহবুব