গাজীপুরের ভাওয়াল এলাকায় ময়মনসিংহগামী 'হাওর এক্সপ্রেস' ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতকাল দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক(এএসআই) মো. দাদন মিয়া এ কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া হাওর এক্সপ্রেসের একটি ট্রেন গাজীপুরের ভাওয়াল গাজীপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এর ফলে যমুনা ও বলাকা এক্সপ্রেসের দুটি ট্রেন জয়দেবপুরে আটকে রয়েছে। বগি উদ্ধারের কাজ চলছে।
বিডি-প্রতিদিন/২৩ মে ২০১৬/শরীফ