গাজীপুরে আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে গাজীপুরের ভাওয়াল গাজীপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটির চাকা লাইনচ্যুত হয়। এতে রাজধানীর সঙ্গে ময়মনসিংহ, জামালপুর ও মোহনগঞ্জের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে তিনটি ট্রেন।
রেলওয়ে পুলিশের এএসআই দাদন মিয়া জানায়, গতরাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের ভাওয়াল গাজীপুর এলাকায় পৌঁছলে ট্রেনের পেছনের দিকের চতুর্থ বগির চারটি চাকা লাইনচ্যূত হয়। চাকা লাইনচ্যুত হওয়া বগির সামনের একটিসহ ৫টি বগি রেখে ইঞ্জিনসহ ৮টি বগিতে করে সকল যাত্রীদের নিয়ে দুর্ঘটনার পর রাতেই হাওড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে ভোর ৫টার দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে রেল লাইনের মেরামত ও লাইনচ্যুত বগিটি উদ্ধার কাজ শুরু করে।
এ ঘটনায় জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস এবং ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে যায়।
বিডি-প্রতিদিন/ ২৩ মে, ২০১৬/ আফরোজ