ভারতীয় উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম আর নেই (ইন্না লিল্লাহে...রাজিউন)। আজ সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
গত ৫ মে বিকালে নূরজাহান বেগমকে অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালের কেবিনে ভর্তি করা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) ছিলেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৮টায় একটি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। ডাক্তাররা চেষ্টা করেছিলেন। কিন্তু এর মধ্যে দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়।
নূরজাহান বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোক জানিয়েছেন।
নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুরে গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্য চর্চায় মেয়েদের জায়গা করে দিতে তার বাবা সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন ১৯৪৭ সালে ‘বেগম’ পত্রিকা চালু করেন। প্রথমে কলকাতা থেকে প্রকাশিত হলেও দেশভাগের পর ১৯৫০ সালে পত্রিকাটি ঢাকায় চলে আসে। প্রতিষ্ঠার প্রথম চার মাস পত্রিকাটির সম্পাদক ছিলেন কবি সুফিয়া কামাল। এর পর সম্পাদনার দায়িত্বে আসেন নূরজাহান বেগম।
বিডি-প্রতিদিন/ ২৩ মে, ২০১৬/ আফরোজ