মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নে আ'লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হানিফ (২৫) নামে এক আ'লীগ কর্মী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় ৫ পুলিশসহ আহত হয়েছে অন্তত ১০ জন।
সোমবার রাত ৯টার দিকে হোসেন্দি বাজার সংলগ্ন লস্করদী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ওই গ্রামের নজু মিস্ত্রির ছেলে হানিফকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থা সে রাত ১০টার দিকে মারা যায়। আ'লীগ সমর্থিত হানিফ হোসেন্দি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক।
স্থানীয় সূত্র জানান, ২৮ মে ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণাকালে লস্করদী গ্রামে আ'লীগ সমর্থিত মনিরুল হক মিঠু (নৌকা) ও মাহবুবুল হক মজনু (আনারস) সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেয় ও সংঘর্ষে লিপ্ত হয় এবং মজনুর সমর্থকরা মিঠুর কয়েকটি নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৩১ রাউন্ড শর্টগানের গুলি করে এবং ৭টি টিয়ার সেল নিক্ষেপ করে। সংঘর্ষের সময় ইট-পাটকেলের আঘাতে প্রায় ৫ পুলিশ সদস্য আহত হয় বলে জানায় পুলিশ।
এ এস পি সার্কেল সদর কায়সার রিজভী কোরেশি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উভয় পক্ষের গোলাগুলিতে হানিফ গুলিবিদ্ধ হয় এবং পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ মে ১৬/ সালাহ উদ্দীন