বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী ভিসি অধ্যাপক খালেদা একরাম আর নেই। বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি...রাজিউন)।
এর আগে গত মঙ্গলবার ভিসি খালেদাকে লাইফ সাপোর্টে নেয়া হয় বলে নিশ্চিত করেছিলেন বুয়েটের জনসংযোগ কর্মকর্তা-পিআরও শাহ আলম। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভিসিকে লাইফ সাপোর্ট ভেন্টিলেশনে রাখা হয়েছিল।
তিনি আরও জানান, অধ্যাপক খালেদা নন হসকিন্স লিম্ফোমাসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। বাংলাদেশে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ১৩ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নিয়ে যাওয়া হয়।
অধ্যাপক খালেদা আকরাম বাংলাদেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রথম নারী ভিসি। তাকে ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর নিয়োগ দেয়া হয়।
বিডি-প্রতিদিন/ ২৪ মে ১৬/ সালাহ উদ্দীন