রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
আজ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এ আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, সাম্প্রতিককালে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর প্রচেষ্টায় নানা ধরনের নাশকতামূলক কার্যক্রমে আসামি আসলাম চৌধুরী সম্পৃক্ত রয়েছে।
এছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত রিতা কার্জ পরিচালিত যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইনটেলিজেন্স কর্তৃক প্রকাশিত আইএসআইএস ও আল কায়েদার নামে বাংলাদেশের বিভিন্ন হত্যাকাণ্ডে ও বোমাবাজির ঘটনায় দায় স্বীকারের সঙ্গে তার ষড়যন্ত্রের যোগসূত্র রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে গত ২৪ মে লালবাগ ও মতিঝিল থানায় হওয়া দুটি নাশকতার মামলায় আসলামকে গ্রেফতার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। ওই দুটি মামলাসহ এই মামলারও রিমান্ড আবেদনের শুনানি হবে ৩০ মে।
বিডি প্রতিদিন/ ২৭ মে ২০১৬/ হিমেল-২০