বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সোমবার বেলা ১১টা ৪২ মিনিটে জন কেরি সেখানে পৌঁছান। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে জাদুঘরটি ঘুরে দেখেন তিনি।
এর আগে, সোমবার সকাল সোয়া ১০টার দিকে তিনি ঢাকায় পৌঁছন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সফরসূচি: জাদুঘর পরিদর্শনের পর জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য তার দফতরে যাবেন। এরপর পদ্মায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিক বৈঠক করবেন। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির এডওয়ার্ড এম কেনেডি সেন্টারে (ইএমকে সেন্টার) যাবেন। ইএমকে সেন্টারে তিনি তরুণ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর তিনি মিরপুরে একটি পোশাক তৈরির কারখানা পরিদর্শন করবেন। সেখান থেকে তিনি দূতাবাসে গিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জন কেরির বৈঠকের কথা রয়েছে।
প্রসঙ্গত, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি জন কেরির প্রথম ঢাকা সফর। তবে গত পাঁচ বছরে দেশটির পররাষ্ট্রমন্ত্রীদের বাংলাদেশে এটি দ্বিতীয় সফর। এর আগে ২০১২ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের তত্কালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও এবারের মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন দু’দিনের সফরে ঢাকায় আসেন।
বিডি-প্রতিদিন/২৯ আগস্ট, ২০১৬/মাহবুব