চিকিৎসার জন্য সাতদিনের সফরে লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি রবিবার স্থানীয় সময় বিকেল ৪টায় হিথরো আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার এম তালহা।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা ছাড়েন আবদুল হামিদ।
আগামী ৪ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
বিডি প্রতিদিন/ ২৯ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন