মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় এটিকে একটি অসাধারণ মুহূর্ত বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে কাসেম আলীর পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তুরিন আফরোজ বলেন, মানবতাবিরোধী অপরাধ মামলায় মীর কাসেম আলীর মামলাটি ছিল একটি ভিন্ন ধরণের মামলা। তাই এ মামলা নিয়ে চ্যালেঞ্জও ছিল বেশি। শেষ পর্যন্ত আমরা বিজয়ী হয়েছি। যদিও মামলার বিভিন্ন বিষয় নিয়ে প্রধান বিচারপতি প্রসিকিউটরদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি বলেন, শেষ পর্যন্ত চূড়ান্ত রায়ে কাসেমের মৃত্যুদণ্ড বহাল থাকায় আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাটা এখন আপেক্ষিক। কারণ চূড়ান্ত রায়ে তার ফাঁসির দণ্ড বহাল রইল। এটি একটি অসাধারণ মুহূর্ত।
বিডি প্রতিদিন/ ৩০ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন