ভুয়া কাগজপত্র তৈরি করে ১৫ আগস্ট জন্মদিন পালনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ মাজহারুল ইসলাম এ সমন জারি করেন।
এর আগে, সকালে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম।
বাদী তার মামলায় উল্লেখ করেন, ১৯৯৬ সালে ক্ষমতা হারিয়ে খালেদা জিয়া মিথ্যা জন্মদিনের কাগজপত্র তৈরি করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন শুরু করেন। জাতীর পিতাকে অসম্মান করে স্বাধীনতাবিরোধীসহ পরাজিতদের হাস্যরসের খোড়াক যোগাতে এ জন্মদিন পালন শুরু করেন। যা জাতীর সঙ্গে প্রতারণাস্বরূপ। এমন অভিযোগ এনে জহিরুল ইসলাম মামলাটি দায়ের করেন।
বিডি-প্রতিদিন/৩০ আগস্ট, ২০১৬/মাহবুব