নিজের জন্মদিনের কেক না কাটতে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিষেধ করেছেন ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। ৩১ জুলাই তার ৩০তম জন্মবার্ষিকী।
সোহাগের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, আগস্ট মাস জাতীয় শোকের মাস হওয়ায় তিনি ঘটা করে জন্মদিন পালন করেন না, এমনকি সংগঠনের কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি ইউনিটির নেতাকর্মীকে তার জন্মদিন উপলক্ষে কেক কাটতে নিষেধ করেছেন। আগামী ১ তারিখ রাত ১২টা এক মিনিটে অথাৎ ২ তারিখ শুরুর সময় তিনি নেতাকর্মী, শুভ্রাকাঙ্ক্ষীদের নিয়ে কেক কাটবেন বলে জানিয়েছেন ছাত্রলীগের দফতর সম্পাদক শাহজাদা হোসেন দেলোয়ার।
বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে মো. সাইফুর রহমান সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন। তিনি এর আগে বিদায়ী কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সোহাগ ৩১ জুলাই মাদারিপুর জেলার এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রলীগ সভাপতি সোহাগের ঘনিষ্ট কয়েকজন বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, ২ তারিখ রাতে যে কেউ ইচছা করলে সভাপতির জন্মদিনের কেক কাটতে পারেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ