৩৪ বছর পর অভিমান ভেঙে কবি শহীদ কাদরী ফিরলেন তার প্রিয় মাতৃভূমিতে। তবে স্বাভাবিক মানুষ হিসেবে নয়। তিনি ফিরছেন কফিনে বন্দি হয়ে। যুক্তরাষ্ট্রে মারা যাওয়ার পর কবি শহীদ কাদরীর মরদেহ ঢাকায় এসে পৌছেছে।
বুধবার সকাল ৯টায় কবির মরদেহবাহী ফ্লাইট (এমিরেটস) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর কার্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।
অন্য প্রকাশ প্রকাশনীর স্বত্বাধীকারী মাজহারুল ইসলাম বলেন, এখান থেকে কবির মরদেহ প্রথমে বাংলা একাডেমিতে, তারপর শহীদ মিনারে নেওয়া হবে।
প্রসঙ্গত, বাংলা একাডেমি এবং একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরী ২৮ আগস্ট রবিবার সকাল ৮টা ২০ মিনিটে নিউইয়র্কে নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
বিডি-প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৬/মাহবুব