জামায়াতের ডাকা হরতালের কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে আজ বুধবার বিশেষ আদালতে যাবেন না বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আদালতে হাজিরা দিতে ম্যাডামের যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু জামায়াতে ইসলামী হরতাল ডেকেছে। তাই তিনি হাজিরা দিতে আদালতে যেতে পারছেন না। আমি এ বিষয়ে বিজ্ঞ বিচারককে অবহিত করেছি।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার আদালতে আজ অরফানেজ মামলায় সাক্ষ্য গ্রহণ ও জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য রয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধে জামায়ত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রাখায় বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।
বিডি-প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৬/মাহবুব