অবশেষে রাজশাহী-কলকাতা রুটে সরাসরি বাস চলাচল শুরু হলো। বেসরকারি বাস সার্ভিস প্রতিষ্ঠান 'দেশ ট্রাভেলস' এই সার্ভিস চালু করেছে। বৃহস্পতিবার সকালে এই রুটে বাস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামসুর রহমান শান্ত।
এ সময় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি মঞ্জুর রহমান পিটার, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ দিন সকাল সোয়া ৭টায় সাতজন যাত্রী নিয়ে দেশ ট্রাভেলসের একটি বাস কলকাতার উদ্দেশ্যে রাজশাহী ছাড়ে। হুন্দাই ব্র্যান্ডের শীতাতপ নিয়ন্ত্রিত এই বাস সার্ভিসে কলকাতা যেতে যাত্রীপ্রতি ভাড়া পড়বে ১ হাজার ৭৫০ টাকা। ইমিগ্রেশনের জন্য আলাদা অর্থের প্রয়োজন হবে না।
দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ রানা জানান, এখন থেকে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস প্রতিদিন কুষ্টিয়া-যশোর-বেনাপোল হয়ে কলকাতা যাবে। সকাল সোয়া ৭টায় বাসটি কলকাতার উদ্দেশ্যে রাজশাহী ছাড়বে। সেটি কোলকাতা পৌঁছাবে বিকেল সাড়ে ৫টায়। এই বাসটি পরদিন বেলা ১১টায় আবার রাজশাহীর উদ্দেশ্যে কলকাতা ছাড়বে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ