উচ্চাদালতের নির্দেশ অনুযায়ী মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল বন্ধ না হলে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মবিরতির হুমকি দিয়েছে বাস মালিক ও শ্রমিকদের তিনটি সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল বাস মালিক গ্রুপ এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেন ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি কালাম মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মহাসড়কে অবৈধযান নছিমন, করিমন, ভটভটি, আলফা, মাহেন্দ্রসহ সকল প্রকার থ্রি-হুইলার চলাচল বন্ধ না হলে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বরিশাল বাস মালিক গ্রুপের আওতাধীন সকল রুটে বাস-ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ