একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাওয়ার লিখিত কপি ঢাকায় পাঠানো হবে। শুক্রবার বিকেলে কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে জামায়াত নেতা মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে কারা কর্তৃপক্ষকে জানিয়েছে। এখন কারাগার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে এ ব্যাপারে জানানো হবে। পরে তাদের সিদ্ধান্ত অনুযায়ী ফাঁসির সময় ও তারিখ নির্ধারণ করা হবে।
জেলার আরও জানান, প্রাণভিক্ষা না চাওয়ার লিখিত কপি কারাগার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে ও সেখান থেকে ফাঁসির সময় ও তারিখ জানানো হবে। এতে একটু সময় লাগবে। তাই আজকে আর ফাঁসি দেওয়া সম্ভব হবে না।
বিডি প্রতিদিন/ ০২ সেপ্টেম্বর ২০১৬/এনায়েত করিম