হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির ঘটনা নিয়ে অভিযোগের অন্ত নেই। এবার খোদ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের লাগেজ দুই ঘণ্টা আটকে থাকার ঘটনা ঘটেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। কমিটি ঘটনার সঙ্গে দায়িদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়, বুধবার মন্ত্রী তেহরান থেকে সরকারি সফর শেষে দেশে ফিরছিলেন, ফেরার সময় লাগেজ লাপাত্তা হওয়ার ঘটনা ঘটে।
বৈঠকে মন্ত্রী বলেন, ''গতকাল (বুধবার) আমার লাগেজই দুই ঘণ্টা পরে আসে, আর কি বলবো।''
এজন্য মন্ত্রী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য বলেন। এর আগে কমিটির সদস্য অধ্যাপক আলী আশরাফ আলোচনায় অংশ নিয়ে বলেন, মন্ত্রীরই যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ যাত্রীদের কী অবস্থা? এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।
এদিকে বৈঠকে মন্ত্রী চলতি হজ ফ্লাইটে সৃষ্ট কিছু জটিলতা নিয়ে বেসরকারি হজ এজেন্সিগুলোকে দায়ি করে বলেন, হজ এজেন্সিগুলো শেষ দিকে এসে মক্কা নগরী থেকে অনেক দূরে হাজিদের থাকার জন্য কম টাকায় বাসা ভাড়া করে। ফলে হাজিদের দুর্ভোগে পড়তে হয়। এজন্য অনেক হজ ফ্লাইট বাতিল করা হয়। তাই আগামী বছর থেকে এক সঙ্গে বিমান ভাড়ার সব টাকা নিয়ে নেওয়ার প্রস্তাব করেন তিনি।
বৈঠকে আলোচনা শেষে হজ ফ্লাইট বাতিল হওয়ায় জড়িত এজেন্সিদের জরিমানা করার সুপারিশ করে কমিটি। এ পর্যন্ত প্রায় ৪০টির মতো হজ ফ্লাইট বাতিল হয়েছে বলে জানানো হয়।
সংসদীয় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মো. আলী আশরাফ, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. আফতাব উদ্দীন সরকার, রওশন আরা মান্নান, সাবিহা নাহার বেগম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ