কিছুতেই দুরাবস্থা পিছু ছাড়ছে না বাংলাদেশ বিমানের। এবার আবুধাবিগামী বিমানের এসি'র দুরাবস্থার চিত্র পাওয়া গেল। আজ শনিবার বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবি যাওয়ার কথা ছিল বিমানের বিজি-০২২৭ ফ্লাইটটির। তাই ৩টা ৩০ মিনিটের পর থেকে যাত্রী উঠতে শুরু করে এই বিমানে। এদের মধ্যে কেউ যাবেন চট্টগ্রামে আর বাকিরা আবুধাবি। কিন্তু এসি নষ্ট হওয়ায় সময়মতো চট্টগ্রামের পথেই উড্ডয়ন করতে পারেনি ফ্লাইটটি। প্রায় ৪৫ মিনিট পর ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে এটি।
এমনিতেই গরম, তার-উপর এসি বন্ধ। তাই যাত্রীদের অবস্থা পৌঁছে চরমে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও যাত্রীরা আশানুরূপ সদুত্তর পায়নি। বিশেষ করে কোলের শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য এরকম পরিবেশ অনেকটাই সহ্যের সীমা ছাড়িয়ে যায়। কেউ কেউ পেপার দিয়ে বাতাস করতে শুরু করেন। গালিগালাজ করে বিমানের প্রতি নিজেদের ক্ষোভ ঝাড়েন যাত্রীরা। শেষ পর্যন্ত চট্টগ্রামের উদ্দেশে এ ফ্লাইটটি ছাড়ে ৫টা ১৫ মিনিটে।
বিডি-প্রতিদিন/ ০৩ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ