মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীকে ফাঁসির আগে তওবা পড়াবেন গাজীপুরের কাশিমপুর কারা জামে মসজিদের ইমাম মুফতি হেলাল উদ্দীন। শনিবার সন্ধ্যায় কারা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মুফতি হেলাল উদ্দীন প্রস্তুত আছেন। তিনি তওবা পড়াবেন। এছাড়া ফাঁসির সময়ও তিনি থাকবেন। এসময় ফাঁসির মঞ্চে আরও থাকবেন অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ইকবাল হাসান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার (এসপি) হারুনুর রশিদ, সিভিল সার্জন ডা. হায়দার আলী খান, কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক, জেলার নাশির আহমেদ।
এছাড়া মঞ্চের চারপাশে ২০ জন কারারক্ষী থাকবেন।
বিডি প্রতিদিন/ ০৩ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম