কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর লাশবাহী গাড়ি তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরে উদ্দেশে রওনা হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় ফাঁসি কার্যকরের রাত সাড়ে ১২টার দিকে কারা ফটক থেকে তার লাশবাহী পুলিশের অ্যাম্বুলেন্সটি হরিরামপুরের উদ্দেশে রওনা হয়। এসময় আরও দু’টি অ্যাম্বুলেন্স ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬টি গাড়ি কারা ফটক থেকে সঙ্গে রয়েছে।
লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনে-পেছনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ নিরাপত্তা দিয়ে মরদেহ গাজীপুরের চন্দ্রা, আশুলিয়া, নবীনগর, ধামরাই, সাটুরিয়া হয়ে নিজ গ্রাম হরিরামপুরের চালা ইউনিয়নের চালায় নেওয়া হবে এবং সেখানেই তার দাফন হবে বলে জানা গেছে।
এর আগে, মানিকগঞ্জের হরিরামপুরে মীর কাসেমকে দাফন করা হবে বলে জানিয়েছিলেন তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন।
বিডি-প্রতিদিন/০৩ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব