কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর লাশ গাড়ি তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরের চালা গ্রামে পৌঁছছে।
শনিবার দিবাগত রাত রাত পৌনে ০৩টার দিকে তার মরদেহ মীর কাসেমের গ্রামে নেওয়া হয়। এই চালা গ্রামেই তাকে দাফন করা হবে। এরই মধ্যে রাতেই তার পরিবার ও স্বজনরা চালা গ্রামে পৌঁছেছে। এছাড়া দাফনের জন্য কবর প্রস্তুত রাখা হয়েছে।
এর আগে, শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় ফাঁসি কার্যকরের পর রাত ১২টার দিকে মীর কাসেমের মরদেহবাহী গাড়িবহর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে বের হয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, ঢাকা-আরিচা মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ নির্বিঘ্নে চালা গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়েছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া মোড়ে মোড়ে সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
বিডি-প্রতিদিন/০৩ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব