মানিকগঞ্জের হরিরামপুরের চালা গ্রামে পারিবারিক কবরস্থানে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর দাফন সম্পন্ন হয়েছে।
কড়া নিরাপত্তায় রবিবার ভোর রাত সোয়া ৩টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় মসজিদের উত্তর পাশের কবরস্থানে সাড়ে ৩টায় তাকে দাফন করা হয়।
এর আগে, শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় ফাঁসি কার্যকরের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাত ১২টার দিকে মীর কাসেমের মরদেহবাহী গাড়িবহর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে বের হয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এরপর দিবাগত রাত পৌনে ৩টার দিকে মীর কাসেমের মরদেহ তার নিজ গ্রাম চালায় পৌঁছালে তা গ্রহণ করেন তার পরিবারের সদস্যরা।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, ঢাকা-আরিচা মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ নির্বিঘ্নে চালা গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়েছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া মোড়ে মোড়ে সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
বিডি-প্রতিদিন/০৩ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব