রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ চিকিৎসার জন্য সাত দিন যুক্তরাজ্য অবস্থানের পর দেশে ফিরেছেন। রবিবার বেলা ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় আসেন তিনি।
চিকিৎসার জন্য গত ২৮ অগাস্ট লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। সেখানে তিনি চোখের চিকিৎসা এবং অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা করান। রাষ্ট্রপতি আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায়ও চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতে হতো তাকে।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ও উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।