ঈদে নৌপথে যারা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেবেন, দুর্ঘটনা এড়াতে সেই সব যাত্রীদের ঝুঁকি নিয়ে লঞ্চের ছাদে না উঠার আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
রবিবার বরিশাল নদীবন্দর পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
নৌমন্ত্রী বলেন, লঞ্চে যথেষ্ট বয়া রাখার কথা নৌযান মালিকদের বলা হয়েছে। দুর্ঘটনা এড়াতে ইতোমধ্যে নৌমন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরে নির্দেশ দেয়া হয়েছে।
''বরিশাল নদী বন্দর উন্নয়নে সরকার বৃহৎ পরিকল্পনা নেয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে যাত্রীদের ভোগান্তি কমবে।''
এর আগে, বিআইডব্লিউটিসির বরিশাল কার্যালয়ের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন নৌমন্ত্রী শাজাহান খান। এ সময় বিআইডব্লিউটিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোলা নাথ দে ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৪ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব