যুদ্ধাপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকরের পর পাকিস্তানের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে দেশটির ডেপুটি হাইকমিশনার সামিনা মেহতাবকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার দুপুর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়। নির্ধারিত সময়ে তিনি সেখানে পৌঁছান বলে জানা গেছে।
সামিনা মেহতাব বর্তমানে পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।
এর আগেও বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের পর বিরূপ প্রতিক্রিয়া জানায় দেশটি।
বিডি-প্রতিদিন/০৪ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব