ঈদুল আজহার নির্ধারিত তিন দিন ছুটির সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর আরও এক দিন যুক্ত হওয়ায় টানা ৬ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা।
মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তের পর সোমবার দুপুরে নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে, গত ঈদুল ফিতরের সময় শবে কদর, সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদের ছুটি মিলিয়ে টানা ৯ দিন ছুটি দিতে প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশে মাঝখানের একদিন ছুটি ঘোষণা করেছিল।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদুল আজহার টানা ৯ দিনের ছুটি দিতে ১১ সেপ্টেম্বরের সঙ্গে ১৫ সেপ্টেম্বরও ছুটি দেওয়ার প্রস্তাব করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রী শুধু ১১ সেপ্টেম্বরের ছুটি মঞ্জুর করেন।
আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
বিডি-প্রতিদিন/০৫ সেপ্টেম্বর, ২০১৬/রাসেল/মাহবুব