চলতি অর্থ বছরের আগস্ট মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বাংলাদেশের সাধারণ মূল্যস্ফীতি কমে ৫ দশমিক ৩৭ শতাংশ হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য তুলে ধরে তিনি একথা জানান।
বিবিএসের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরের অগাস্টে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৩৭ শতাংশ, যা জুলাইতে ছিল ৫ দশমিক ৪০ শতাংশ।
মুস্তফা কামাল আরও জানান, অাগস্ট মাসে খাদ্য খাতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৩০ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৪ দশমিক ৩৫ শতাংশ।
এছাড়া, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি আগের মাসের চেয়ে কিছুটা বেড়ে অাগস্টে ৭ শতাংশ হয়েছে। জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৯৮ শতাংশ।
বিডি-প্রতিদিন/০৬ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব