রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে পত্রিকায় শিরোনাম হওয়া গেলেও জনগণের সমর্থন পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাবা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় তিনি একথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভায় আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র আমরা করছি, করব। রামপাল হবে। জঙ্গি দমন হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালে নির্বাচনও হবে।’
এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করার তার কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের এই নেতা। একই সঙ্গে বিএনপি ও খালেদা জিয়ার বিরুদ্ধে জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগ তুলে তা পরিহারের আহ্বান জানান তিনি।
স্মরণসভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের কথা উল্লেখ বলেন, মীর কাসেম তার বিপুল ধনসম্পদ দিয়ে এই বিচার বানচাল করার বহু চেষ্টা করেছিলেন। আন্তর্জাতিক পর্যায়ে লবিস্ট নিয়োগ করেছিলেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তাঁরও ফাঁসি হয়েছে।
''একাত্তরের ঘাতকদের বিচার একটা চলমান প্রক্রিয়া। যতই বাধা আসুক, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই বিচারের পক্ষে আছে, থাকবে।''
বিডি-প্রতিদিন/০৬ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব