ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়াসহ ৩ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকে আজ সকাল ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এসব নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শরীয়তপুর-চাঁদপুর ও শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি ২০১৭/হিমেল