বিকল্পধারা বাংলাদেশের সহযোগী সংগঠন যুক্তিযুদ্ধের প্রজন্মধারার ৬ জেলায় কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও সদস্য সচিব নিযুক্ত হয়েছেন যথাক্রমে মামুন রেজা ও মোহাম্মদ মুনির; ঢাকা দক্ষিণে আহ্বায়ক মোহাম্মদ সাকিব, সদস্য সচিব সাহেল আহাম্মেদ; মুন্সীগঞ্জে আহ্বায়ক সাইফুল ইসলাম শান্ত, সদস্য সচিব মো. মাসুম; নায়ায়ণগঞ্জে আহ্বায়ক বিএম শামীম, সদস্য সচিব মো. কুতুব, বরিশালে আহ্বায়ক মো. শামীম শিকদার, সদস্য সচিব মো. ফুলু ও চাঁদপুরে আহ্বায়ক মো নাহিদ, সদস্য সচিব মো. আরিফ নিযুক্ত হয়েছেন।
সংসঠন সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের প্রজন্মধারার সভাপতি সাইফুল ইসলাম শোভন ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান হিমু এই কমিটিসমূহ অনুমোদন করেন।
এদিকে সেলিনা আক্তার রুমী সংগঠনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ নিযুক্ত হয়েছেন বলেও সূত্রে উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম