সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামের পাঁচতলা বাড়ির নিচতলায় জঙ্গি আস্তানায় অভিযান চালাতে ঘটনাস্থলে পৌঁছেছে সোয়াত টিমের সদস্যরা। আজ বিকাল ৪টার দিকে তারা সিলেটে পৌঁছান। এর আগে শুক্রবার সকাল ১০টায় তারা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।
সিলেট অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, সোয়াতের সদস্যরা বাই রোডে আসায় সময় লেগেছে। তাদের সঙ্গে আলাপ করে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরো জানান, ভেতরে থাকা জঙ্গিদের বারবার আত্মসমর্পণের আহ্বান জানানোর পরও তারা তাতে সাড়া দিচ্ছে না। পুলিশ সদস্যরা হ্যান্ড মাইক দিয়ে জঙ্গিদের আত্মসমর্পণ করার কথা বলছে।
বিডি প্রতিদিন/২৪ মার্চ ২০১৭/হিমেল