সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা 'আতিয়া মহলে' আইনশৃংখলা বাহিনীর অভিযান শুরু চলছে। শনিবার সকাল পৌনে ৯টায় সেনা বাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
অভিযানের নাম দেয়া হয়েছে 'স্প্রিং রেইন' বা বসন্তের বৃষ্টি। প্যারা কমান্ডো দলের সঙ্গে অভিযানে আছে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিট।
চূড়ান্ত অভিযানের আগে সকাল ৭টার দিকে জঙ্গি আস্তানার আশপাশ থেকে লোকজনকে এক কিলোমিটার দূরে সরে যেতে মাইকিং করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। আর ভবনটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৭/হিমেল