মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা সোমবার বিকেল সাড়ে ৩টায় খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে।
আজ রবিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বরেণ্য বুদ্ধিজীবীরা আলোচনায় অংশ নেন।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা সফল করার লক্ষ্যে সংগঠনের সকল শাখাসহ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৭/এনায়েত করিম