সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে বোমা বিস্ফোরণে আহত র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে।
রোববার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর পাঠানো হবে।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সন্ধ্যার পর কর্নেল আজাদের শরীরে কয়েক দফা অস্ত্রোপচার করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। মধ্যরাতে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।
উল্লেখ্য, শনিবারের ওই জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত সাংবাদিক, পুলিশ, র্যাব সদস্যসহ ৫০ জন আহত হয়েছেন।
অন্যদিেকে এ হামলার দায় স্বীকার করেছে বহুল কথিত মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তাদের কথিত বার্তা সংস্থা ‘আমাক’ নিউজ এজেন্সীতে এ দাবি স্বীকার করেছে আইএস।