সিলেটের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ পৌঁছানোর প্রায় ৫ ঘণ্টা পর র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্য অভিযান শুরু করেছেন।
সোমবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল এবং এর আশপাশ এলাকা পর্যবেক্ষণ করার পর বেলা একটায় তারা এ অভিযান শুরু করেন।
‘আতিয়া মহলে’ সম্প্রতি পরিচালিত জঙ্গি বিরোধী অভিযানে মোট ৪ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছিলেন সেনাবাহিনীর কর্মকর্তারা। তাদের মধ্যে ২ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে নগরীর হযরত মানিক পীর (রঃ) এর কবরস্থানে দাফন করা হয়।
অপর দুই জঙ্গির শরীরে সুইসাইডাল ভেস্ট লাগানো আছে। তাছাড়া ভবনটিতে আরও তাজা বোমা থাকতে পারে এমন আশঙ্কায় লাশ দুটি উদ্ধার করতে র্যাব’র বোমা নিষ্ক্রিয়করণ দলের অপেক্ষায় থাকতে হয়।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৭/মাহবুব