১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনের কার্যক্রম তৃতীয় দিনের মতো শুরু হয়েছে। সোমবার সকাল ৯টায় পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের তৃতীয় দিনে অধিবেশন শুরু হয়।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে দিনের শুরুতেই শুরু হয় ডিবেট অন দ্য ইমার্জেন্সি আইটেম শীর্ষক অ্যাসেম্বলি। একইসঙ্গে সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে চলছে পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির স্ট্যান্ডিং কমিটির বৈঠক।
দুপুর ১টায় 'পার্লামেন্টারি অ্যাকশন প্ল্যান অন নিউক্লিয়ার-রিস্ক রিডাকশন অ্যান্ড অ্যাচিভিং' এ 'নিউক্লিয়ার উয়েপন ফ্রি ওয়ার্ল্ড' শীর্ষক রাউন্ড টেবিল ডায়লগ শুরু হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৩৬তম আইপিইউ সম্মেলনে সভাপতিত্ব করছেন। গত শনিবার ১৩৪টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, এমপিসহ প্রায় দেড় হাজার ডেলিগেটদের নিয়ে আইপিইউ এর সম্মেলন শুরু হয়।
বিডি প্রতিদিন/৩ এপ্রিল, ২০১৭/ফারজানা