বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুতির ঘটনার ৯ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো উদ্ধারের পর দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান পশ্চিম অঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) খায়রুল আলম।
এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে ভূঞাপুর উপজেলার পাথাইকান্দি এলাকায় লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হলে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, ঘটনায় কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। আগামী তিনদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
অপরদিকে, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমে ধুমকেতু এক্সপ্রেস, জামতৈল স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস, উল্লাপাড়া স্টেশনে একতা, সিরাজগঞ্জ বাজারে সিরাজগঞ্জ এক্সপ্রেস, ভাঙ্গুড়া স্টেশনে নীল সাগর, চাটমোহর স্টেশনে সিল্কসিটি ও সরৎনগর স্টেশনে ঈশ্বরদী লোকালসহ মোট আটটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। রাত থেকে প্রায় ৯ ঘণ্টা আটকে থাকায় এসব ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৭/মাহবুব