এবার পহেলা বৈশাখে পূর্বনির্ধারিত মঙ্গল শোভাযাত্রা কর্মসূচি বাতিল করেছে আওয়ামী লীগ। গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে শোভাযাত্রা না করার এই সিদ্ধান্ত গৃহীত হয়। আজ ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আওয়ামী লীগ এবার বৈশাখী শোভাযাত্রা বাতিল করেছে।
ওবায়দুল কাদের বলেন, আমাদের ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পহেলা বৈশাখের শোভাযাত্রা হয় বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত। আমরা চিন্তা করেছি, এ ধরনের শোভাযাত্রায় জনগণের ভোগান্তি হয়। বহুদিন ধরে কোনো ধরনের শোভাযাত্রা করার পক্ষে আমরা নই।
বিডি প্রতিদিন/এ মজুমদার